Subscribe Us

Advertisement

ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check

"ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check"

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম / online e passport check  চলুন দেখে আসি। খুব সহজে মোবাইল/ ল্যাপটপ/কম্পিউটার এর মাধ্যমে  ই পাসপোর্ট চেক করতে পারবেন । ই পাসপোর্ট চেক / online e passport check  করার জন্য সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম জানা থাকলে আপনার/পরিবার/ বন্ধুবান্ধব/ আত্নীয়স্বজনের ই পাসপোর্ট বর্তমান অবস্থা চেক করতে পারবেন। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম /Online E Passport Check সংক্ষিপ্ত আকারে দেখানো হলো 

প্রথম ধাপ : মোবাইল/ ল্যাপটপ/ কম্পিউটার যেকোন একটি ব্রাউজার ওপেন করে সার্চ করুন https://www.epassport.gov.bd/ 


দ্বিতীয় ধাপ :  https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে  অপশন মেনুতে থেকে  Check status ক্লিক করুন। 


তৃতীয় ধাপ :  প্রথম ঘর দুটিতে যেকোন  একটি Online Registration ID (OID) অথবা Application ID  দিতে হবে।

  • Online Registration ID (OID) দিলে  Application ID দেওয়ার প্রয়োজন নাই । 
  • Application ID  দিলে Online Registration ID (OID) দেওয়ার প্রয়োজন নাই । 

  • Online Registration ID (OID) ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময়  এই আইডি টি পাবেন 
  • Application ID  আপনার ই পাসপোর্ট  ডেলিভারী স্লিপে পাবেন । 


চতুর্থ ধাপ : Select date of birth  ঘরে আপনার জন্ম তারিখ টি  দিতে হবে। (DD/MM/YYYY)

পষ্ণম ধাপ : I Am Human লেখার   বাম পাশে ঘরে  টিক দিন এবং ক্যাপচা পূরন করুন।

ষষ্ঠ ধাপ : সর্বশেষ   Check বাটনে   ক্লিক করুন 


Check বাটনে  ক্লিক   করলে  আপনার ই পাসপোর্ট  সর্বশেষ অবস্থা দেখতে পাবেন । 


ই পাসপোর্ট চেক করার নিয়ম /Online E Passport Check বিস্তারিত ভাবে দেখানো হলো

প্রথম ধাপ :

মোবাইল/ ল্যাপটপ/ কম্পিউটার যেকোন একটি ব্রাউজার ওপেন করে সার্চ করুন https://www.epassport.gov.bd/

ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


দ্বিতীয় ধাপ:

 https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে  অপশন মেনুতে থেকে  Check statusক্লিক করুন।


ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


তৃতীয় ধাপ:

প্রথম ঘর দুটিতে   যেকোন  একটি Online Registration ID (OID) অথবা Application ID  দিতে হবে।

  • Online Registration ID (OID) দিলে  Application ID দেওয়ার প্রয়োজন নাই । 
  • Application ID  দিলে Online Registration ID (OID) দেওয়ার প্রয়োজন নাই । 

ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check

  • Online Registration ID  (OID) ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময়  এই আইডি টি পাবেন ।

ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check
  • Application ID  আপনার ই পাসপোর্ট  ডেলিভারী স্লিপে  পাবেন ।
  • ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


চতুর্থ ধাপ :

Select date of birth  ঘরে আপনার জন্ম তারিখ টি  দিতে হবে। (DD/MM/YYYY)


ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


পষ্ণম ধাপ :

 I Am Human লেখার   বাম পাশে ঘরে  টিক দিন এবং ক্যাপচা পূরন করুন।


ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


ষষ্ঠ ধাপ :

সর্বশেষ   Check বাটনে   ক্লিক করুন


ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check


  • Check বাটনে  ক্লিক   করলে  আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ সামনে আসবে এবং
আপনার ই পাসপোর্ট  সর্বশেষ অবস্থা দেখতে পারবেন । 


ই পাসপোর্ট চেক করার নিয়ম-Online E Passport Check



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ