Subscribe Us

Advertisement

বেতন মওকুফের জন্য আবেদন পত্র ওয়ার্ড ফাইল (Word File), পিডিএফ ফাইল (Pdf File),গুগল ডকস ফাইল (Google Docs)

বেতন মওকুফের জন্য আবেদন পত্র ওয়ার্ড ফাইল

স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য একটা নির্দিষ্ট পরিমান টাকার খরচ হয়ে থাকে। অনেক মেধাবী ছাত্রছাত্রী থাকে কিন্তুু তাদের পরিবার দরিদ্র  এবং আয়ের উপার্জন ক্ষমতা ব্যক্তি   স্বল্প  আয়ের মানুষ। ফলে তাদের পক্ষে সন্তানের পড়াশুনা  খরচ মেটানোর অপরকতা দেখা দিতে পারে। এর ফলে বেতন মওকুফের জন্য আবেদন প্রয়োজনীতা পড়ে ।

বেতন মওকুফের জন্য আবেদন

যদি বেতন মওকুফের জন্য আবেদন (নমুনা) কপি প্রয়োজন হয় তাহলে এই নমুনা কপি ব্যবহার করতে পারবেন। যে ফরমেট-টি প্রয়োজন ডাউনলোড বাটুনে ক্লিক করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । নিম্নে বেতন মওকুফের জন্য আবেদন পত্রের (নমুনা) দেওয়া হল 

তিনটি ফরমেটে বেতন মওকুফের জন্য আবেদন (নমুনা কপি ) পাবেন:

  1. ওয়ার্ড ফাইল (Word File)
  2. পিডিএফ ফাইল (Pdf File)
  3. গুগল ডকস ফাইল (Google Docs)

  • ওয়ার্ড ফাইল (Word File) ফরমেট-টি  মাইক্রোসফট অফিসের মাধ্যমে Sutonny MJ ফন্ট ব্যবহার করে এডিট করতে পারবেন ।  

  • গুগল ডকস (Google Docs) ফাইল ফরমেট-টি Google Docs এর মাধ্যমে ওপেন করে Bijoy Unicode ব্যবহার করে এডিট করতে পারবেন । 

স্কুলের প্রত্যয়ন পত্র - স্কুলের প্রত্যয়ন পত্র ওয়ার্ড ফাইল -স্কুল প্রত্যয়ন পত্র word file


বরাবর,

…………………………

…………………………

…………………………


বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন


জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি…….......................…….………… পিতা………….……………...........……………..মাতা………………….............................……….

গ্রাম…………….ডাকঘর….................…উপজেলা…………….জেলা…………………

আমি অত্র………………….........................……….মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির……… একজন ছাত্র/ছাত্রী এবং রোল নং……… । আমার পিতা একজন দরিদ্র কৃষক ও স্বল্প আয়ের মানুষ । আর্থিক দৈন্যতার কারনে পরিবারের ভরপোষণ মিটিয়ে  আমার পড়াশুনার খরচ যোগানো  তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। 


অতএব, জনাব সমীপে আকুল প্রার্থনা যাহাতে,  আমার পরিবারের দারিদ্রতার কথা বিবেচনা করে বেতন মওকুফ করতঃ আমি পড়াশুনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারি তাহার বিহিত ব্যবস্থা করিতে আপনার একান্ত মর্জি হয়। 



বিনীত নিবেদক


নাম:


শ্রেণি 


রোলনং 



"চারিত্রিক  সনদপত্র PDF । চারিত্রিক  সনদপত্র MS Word File  ফাইল ডাউনলোড"



বেতন মওকুফের জন্য আবেদন ওয়ার্ড ফাইল (Word File)

বেতন মওকুফের জন্য আবেদন পিডিএফ ফাইল (Pdf File)

বেতন মওকুফের জন্য আবেদন গুগল ডকস ফাইল (Google Docs File)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ