ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। আপনি যদি ইন্ডিয়া ভ্রমন করার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট সাথে প্রয়োজনীয় কিছু কাগজ পত্রাদি সংযুক্ত করে ভিসা অফিসে জমা দিতে হবে । চলুন জেনে নেই ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
Ø সদ্য তোলা 2”x2”- ১ (এক) কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
Ø জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
Ø বিদ্যুৎ বিল (আসল+ফটোকপি) সম্প্রতি ৩ মাসের মধ্যে।
Ø ডলার এনডোর্সমেন্ট/ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের লেনদেন (পিতা/মাতা/ ভাই/স্ত্রী
ব্যাংক স্টেটমেন্ট হলে তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
Ø নাগরিক সনদপত্র (চেয়ারম্যান কর্তৃক)
Ø কৃষক-জমির পর্চা, ব্যবসায়-ট্রেড লাইসেন্স, প্রাইভেট সার্ভিস- প্রতিষ্ঠান কর্তৃক
প্রত্যয়ন পত্র(এনওসি), সরকারি চাকুরী-জিও/অফিস আদেশ/প্রত্যয়ন পত্র,
স্টডেন্ট- স্কুল কলেজের প্রত্যয়ন পত্র।
Ø পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)
Ø পুরাতন পাসপোর্ট যদি থাকে সবগুলো (পুরাতন পাসপোর্ট হারিয়ে যায়
তাহলে জিডি কপি,লস্ট সার্কুলার ও কোর্ট এফিডেভিট)
0 মন্তব্যসমূহ