Subscribe Us

Advertisement

চিঠির খাম লেখার নিয়ম/খামের উপর ঠিকানা লেখার নিয়ম ছবি/চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম

 

চিঠির খাম লেখার নিয়ম/খামের উপর ঠিকানা লেখার নিয়ম ছবি/চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম

চিঠির খাম লেখার নিয়ম

বর্তমানে আমরা ডিজিটাল যুগে বাস করছি। যার কারণে আমাদের মধ্যে অনেক মানুষ চিঠির খাম লেখার নিয়ম গুলো জানেনা। আর সেই অজানা মানুষ গুলোকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে আমি চিঠির খাম লেখার নিয়ম গুলো শেয়ার করবো। 



চিঠির খামে কি কি থাকে?

প্রত্যেকটা চিঠির খাম এর উপর দুই (০২) টি অংশ থাকে। আর সেগুলো হলো, প্রেরক ও প্রাপক। 


অর্থ্যাৎ আপনি যদি একটি চিঠি কাউকে পাঠাতে চান। তাহলে সেই চিঠির খামের বামপাশে প্রেরক এর জায়গাতে আপনার নাম, ঠিকানা লিখতে হবে। 


আর আপনি যার নিকট চিঠি পাঠাতে চান। তার নাম, ঠিকানা চিঠির ডান পাশে প্রাপক এর মধ্যে উল্লেখ করতে হবে। 

চিঠির খাম লেখার নিয়ম গুলো কি কি?

যখন আপনি একটি চিঠি লিখবেন। তখন আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। আর সেই চিঠির খাম

লেখার নিয়ম গুলো নিচে উল্লেখ করা হলো। 


০১-প্রেরকঃ একটি চিঠির খামের বাম পাশের অংশে প্রেরক হিসেবে আপনার তথ্য দিতে হবে। যেমন, 

  • নামঃ……………................…..
  • পিতা .......………...............…..
  • গ্রাম............…………….......…
  • ডাকঘর............…………...…..
  • উপজেলাঃ…………….….....
  • জেলাঃ…………………..…..

(মূলত যে ব্যক্তি চিঠি লিখবে, তার তথ্য গুলো চিঠির খামের বাম পাশে থাকতে হবে।)


০২-প্রাপকঃ আপনি যে ব্যক্তি/প্রতিষ্ঠানে কাছে এই চিঠি/দরখাস্তটি পাঠাবেন, তার তথ্য গুলো চিঠির

ডানপাশের প্রাপক অংশে থাকবে। যেমন, 


ব্যক্তির কাছে পাঠালে এভাবে লিখবেন

  • নাম.....................................
  • পিতা………..................…..
  • গ্রাম ………….............……
  • ডাকঘর……….............……
  • উপজেলাঃ……………….....
  • জেলাঃ……………………...

চাকরির জন্য কোন প্রতিষ্ঠানে দরখস্ত লিখলে

  •  প্রতিষ্ঠানের নাম / চাকরির সার্কুলার যে বরাবর দরখাস্তটি লিখতে বলবে সেটা লিখতে হবে
  • ঠিকানা

তবে আপনি পোষ্ট অফিস এর নাম দেওয়ার পর পোষ্ট কোড দিবেন। তখন আপনাকে অবশ্যই পোষ্ট অফিস এর নামের পর (-) চিহ্নটির ব্যবহার করতে হবে। যেমন, পোষ্ট অফিসঃ আশাশুনি-৯৪৬০

চিঠির খাম লেখার নিয়ম ও কিছুকথা

সহজ কথায় বলতে -চিঠি/দরখাস্তটি যে পাঠাবে তিনি প্রেরক আর যিনি চিঠি/দরখাস্তটি পাবেন তিনি প্রাপক।

বিঃদ্রঃ চিঠির খামটি ধরতে অনেক সময় ভুল করে ফেলি এক্ষেত্রে চিঠির খামটি ধরার সময় খোলা মুখটি হাতের ডান সাইটে যাবে এবং বন্ধ সাইটটি হাতের বাম দিকে যাবে। উপরের দেওয়া ছবিটি ফলো করতে পারেন ।

আপনারা যারা চিঠির খাম লেখার নিয়ম জানতে চেয়েছেন।আশা করি, আজকের আর্টিকেল থেকে উক্ত বিষয়ে পরিস্কার ধারনা নিতে পেরেছেন। 


তো এই ধরনের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ