একজন শিক্ষার্থী যদি তার স্কুল কলেজে অনুপস্থিত থাকে। তাহলে অবশ্যই তাকে অনুপস্থিতির জন্য ছুটির
আবেদন লিখতে হবে।
ঠিক একই ভাবে যখন কোনো একজন চাকরিজীবি তার অফিসে অনুপস্থিত থাকবে। তখনও সেই ব্যক্তি
কে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লিখতে হবে।
আর আপনি যেন সঠিক ভাবে ছুটির আবেদন লিখতে পারেন। সে কারণে আজকে আমি অনুপস্থিতির
জন্য ছুটির আবেদন লেখার নিয়ম ও নমুনা শেয়ার করবো আপনার সাথে।
তারিখঃ
বরাবর,
অধ্যক্ষ,
কলেজের নামঃ……………….
ঠিকানাঃ…………….
বিষয়ঃ কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি (...নাম.) আপনার কলেজের (...ইয়ার/শ্রেনী….) একজন নিয়মিত ছাত্র / ছাত্রী। আমার
শারীরিক অসুস্থতার কারণে গত (...তারিখ….) থেকে (....তারিখ….) কলেজে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, মহোদয় এর কাছে আমার আকুল আবেদন। মানবিকভাবে আমার অসুস্থতার কথা বিবেচনা করে গত
(....অনুপস্থিতির দিন….) ছুটি দেওয়ার জন্য সু-মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক
নামঃ…………………..
রোলঃ………………….
শ্রেনীঃ………………….
বিভাগঃ………………..
[NOTE: উপরের নমুনা তে শুধুমাত্র অসুস্থতার কথা উল্লেখ থাকলেও আপনি আপনার অনুপস্থিত
থাকার সঠিক কারণ উল্লেখ করবেন।]
তারিখঃ……………….
বরাবর,
কর্তৃপক্ষের পদবীঃ……………………
প্রতিষ্ঠানের নামঃ……………………..
ঠিকানাঃ……………………………..
বিষয়ঃ অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব/জনাবা,
সবিনয় নিবেদন এই যে, আমি (.....নাম.) আপনার (...প্রতিষ্ঠানের নাম.) এর একজন নিয়মিত ও নিষ্ঠাবান কর্মী।
আমার হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে গত (.....তারি..) থেকে (...তারিখ.) অফিসে উপস্থিত থাকতে পারিনি।
আমার শারীরিক সুস্থতার পর পুনরায় আমার কাজে যুক্ত হয়েছি।
অতএব বিনীত নিবেদন এই যে, আমার শারীরিক অসুস্থতার কথা বিশেষ ভাবে বিবেচনা করে। গত(..৩/৪/৫ দিন)
ছুটি প্রদানে সু-মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক,
নামঃ……………….
পেশাঃ………………
[NOTE: উপরের নমুনা তে শুধুমাত্র অসুস্থতার কথা উল্লেখ থাকলেও। আপনি আপনার অনুপস্থিত থাকার সঠিক কারণ উল্লেখ করবেন।]
তারিখঃ……………
বরাবর,
প্রধান শিক্ষক,
স্কুলের নামঃ………………….
ঠিকানাঃ…………………….
বিষয়ঃ স্কুলে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন (নমুনা)
মহোদয়/মহোদয়া,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের (...শ্রেনীর নাম…) একজন নিয়মত ছাত্র / ছাত্রী।
কিন্তুু আমার (...অনুপস্থিতির কারণ…) এর জন্য গত (...তারিখ ….থেকে...তারিখ..) বিদ্যালয়ে উপস্থিত
থাকতে পারিনি।
অতএব বিনীত নিবেদন এই যে, আমার (...অনুপস্থিতির কারণ…) এর কথা বিবেচনা করে। গত (১/২/৩/৪)
দিন ছুটি প্রদানে আপনার সু-মর্জি কামনা করছি।
নিবেদক,
আপনার বিদ্যালয়ের একান্ত অনুগত ছাত্র / ছাত্রী,
নামঃ………………………
শ্রেনীঃ………………………
রোলঃ……………………..
বিভাগঃ……………………..
যদি আপনি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লিখতে চান। তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম ফলো
করতে হবে। আর সেগুলো হলো,
তো যখন আপনি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লিখবেন। তখন অবশ্যই এই নিয়ম গুলো মেনে
আবেদন লিখবেন।
আমরা প্রতিনিয়ত লেখাপড়া বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি
আপনার সাথে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম ও নমুনা শেয়ার করেছি।
আশা করি, আজকের এই আর্টিকেল থেকে অনেক উপকৃত হয়েছে। আর এই ধরনের উপকারী তথ্য
পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম ( Word File ও Pdf File) ডাউনলোড
0 মন্তব্যসমূহ