ফেসবুক বা ইনস্টাগ্রাম এর মধ্যে আমরা যেসব চোখ ধাঁধানো ছবি দেখতে পাই। সেই ছবি গুলো প্রথমে সুন্দর ভাবে এডিট করা হয়। তারপর সেগুলো কে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া তে শেয়ার করা হয়।
আর আপনিও যদি তাদের মতো সুন্দর সুন্দর ছবি আপলোাড করতে চান। তাহলে সবার আগে আপনাকে ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
01 - Cartoon Creator Photo Editor
যদি আপনি আপনার ছবি কে কার্টুনে পরিনত করতে চান। তাহলে আপনার জন্য এই সফটওয়্যার টি অনেক হেল্পফুল হবে। কেননা, উক্ত সফটওয়্যার এর মাধ্যমে শুধুমাত্র ১ টি ক্লিকে যে কোনো ছবিকে কার্টুনে পরিনত করা যায়।
- বিভিন্ন ধরনের ইমেজ ফিল্টার ও ইমেজ ইফেক্ট,
- ছবিতে অটোফোকাস করার অপশন,
- অসংখ্য কার্টুন ইফেক্ট,
- সরাসরি সোশ্যাল শেয়ার সুবিধা,
তো যদি আপনি আপনার পছন্দের ছবিতে কার্টুন ইফেক্ট দিতে চান। তাহলে এখানে ক্লিক করে উক্ত সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
02 - Presets for Lightroom - Koloro
কোনো একটি ছবিকে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দেওয়ার জন্য এই সফটওয়্যার টি অন্যতম। সে কারণে এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে উক্ত সফটওয়্যার টি প্রায় ১০ মিলিয়ন এরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
- ১০০০+ ইমেজ প্রিসেট টেমপ্লেট,
- অসংখ্য কালার ফিল্টার,
- ফটো এডিটিং করার বিভিন্ন টুলস,
- ওয়ান ক্লিক ইমেজ এক্সপোর্ট সুবিধা,
জনপ্রিয় এই ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। তারপর আপনি আপনার ছবিকে পছন্দমতো এডিট করতে পারবেন।
03 - Picsart AI Photo Editor, Video
এন্ড্রয়েড মোবাইল এর শুরুর সময় থেকে এখন পর্যন্ত জনপ্রিয় একটি ছবি এডিট করার সফটওয়্যার হলো, Picsart. যে সফটওয়্যার দিয়ে আপনি প্রফেশনাল মানের ছবি এডিট করতে পারবেন।
কেননা, এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফিচার দেখতে পারবেন। যেমন,
- ছবি এডিট করার জন্য রেডি টেমপ্লেট,
- ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন,
- ইমেজ সাইজ কাস্টমাইজেশন,
- বিভিন্ন ধরনের টেক্সট অপশন,
- ছবি এডিটিং টুলস,
আর আপনি যদি এই জনপ্রিয় ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করতে চান। তাহলে এখানে ক্লিক করুন নতুবা এই লিংক থেকে অনলাইনে এক্সেস করতে পারবেন।
04 - Photoshop Express Photo Editor
কম্পিউটার এর মধ্যে ফটোশপ হলো অন্যতম একটি ফটো এডিটিং সফটওয়্যার। আর গত কয়েক বছর আগে মোবাইল ভার্সনের জন্যও নতুন এই সফটওয়্যার টি রিলিজ করা হয়েছে।
- বিভিন্ন ধরনের ছবি এডিট করার ফিল্টার
- আর্কষনীয় সব ইমেজ ইফেক্ট
- ইমেজ কালার কম্বিনেশন টুলস
- ছবি ক্রোপিং রিসাইজিং অপশন
- ওয়ান ক্লিক ইমেজ এক্সপোর্ট ফিচার
যদি আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি এডিট করতে চান। তাহলে এখানে ক্লিক করে উক্ত ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করুন।
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকের আর্টিকেল এর মধ্যে প্রফেশনাল মানের কিছু ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড লিংক শেয়ার করা হয়েছে। আশা করি, আজকের শেয়ার করা সফটওয়্যার গুলো আপনার অনেক ভালো লাগবে।
আর আপনি যদি এমন ধরনের ভালো লাগা তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 মন্তব্যসমূহ