Subscribe Us

Advertisement

টুইটার সম্পর্কিত সাধারন জ্ঞান

টুইটার সম্পর্কিত সাধারন জ্ঞান

টুইটার সর্ম্পকিত সাধারণ জ্ঞান 

টুইটার সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম । টুইটার ছবি, ভিডিও, লিংক ও যোগাযোগের  জন্য এটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। চলুন জেনে নেই টুইটার সম্পর্কিত কিছু সাধারন জ্ঞান । 

টুইটার সর্ম্পকিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

১. টুইটার কি ?

           উত্তর : মাইক্রোব্লগিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা 

২. টুইটার প্রতিষ্ঠার তারিখ ও সাল ?

            উত্তর : ২১ মার্চ, ২০০৬ 

৩. টুইটার কত সালে চালু হয় ?

            উত্তর : ১৫ জুলাই ২০০৬

৪. টুইটারের সদর দপ্তর কোথায়?

            উত্তর : সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

৫.টুইটারের জনক  ও প্রতিষ্ঠাতা কে ?

            উত্তর : জ্যাক ডোরজি, ইভান উইলিয়ামস, বিজ স্টোন, নোয়া গ্লাস

৬. টুইটারের বর্তমান মালিক কে ?

            উত্তর : ইলন মাস্ক

৭. টুইটারের বর্তমান সিইও কে ?

            উত্তর :   লিন্ডা ইয়াক্কারিনো (৫ জুন ২০২৩)

৮. টুইটার নুতন url কি?

          উত্তর : X.com

৯. টুইটার পুরানো url কি?

          উত্তর : twitter.com/

১০. টুইটারের নতুন নাম কি?

          উত্তর: 'X' 

১১. টুইটারের পরিবেষ্টিত এলাকা ?

            উত্তর : বিশ্বব্যাপী

১২. কত ডলার ইলন মাস্ক টুইটার ক্রয় করেন ?

          উত্তর :  44 বিলিয়ন মার্কিন ডলার

১৩. টুইটারে প্রকাশ করা বার্তাগুলোকে কি বলা হয় ?

         উত্তর :   টুইট

১৪. টুইটারে  একক টুইটের জন্য অক্ষরের সীমা কত?

           উত্তর : ২৮০ অক্ষর

১৫.টুইটারে  একটি টুইটে অন্য ব্যবহারকারীর উল্লেখ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?

            উত্তর :   

১৬.টুইটারে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত টুইট একটি গ্রুপ কল কি?

          উত্তর :  thread

১৭.টুইটারের  DM বলতে কী বোঝায়?

         উত্তর : Direct Message

১৮. টুইটার কোন বৈশিষ্ট্য ব্যবহারকারীদের একটি টুইট তাদের অনুমোদন প্রকাশ করার অনুমতি দেয়?

         উত্তর :    Like

আরোও জানুন :  সাম্প্রতিক সাধারণ জ্ঞান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ