Subscribe Us

Advertisement

ভারত সর্ম্পকে সাধারণ জ্ঞান /General Knowledge About India


ভারত সর্ম্পকে সাধারণ জ্ঞান /General Knowledge About India 

এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ভারত সর্ম্পকে  সাধারণ জ্ঞান। যাহা আপনাদের ভারত সর্ম্পকে জানার ক্ষেত্রে সহায়তা করতে পারে। চলুন দেখে নেই ভারত সর্ম্পকে  সাধারণ জ্ঞানগুলি 

প্রশ্ন: ভারতের স্বাধীনতা দিবস ?

উত্তর : ১৫ আগষ্ট ১৯৪৭ সাল

প্রশ্ন: ভারতীয় ?

উত্তর :ভারতীয় বলতে মূলত দক্ষিন এশিয়ার একটি দেশ- ভারতীয় প্রজাতন্ত্রের ভূখন্ডে বসাবাসকারী মানুষদের বোঝানো হয়। অর্থাৎ ভারতীয় বলতে মূলত ভারতীয় প্রজাতন্ত্রে বসাবাসকারী জাতি সমাষ্টিকে অথবা জন্মসূত্রে ভারতীয় প্রজাতন্ত্রের বাসিন্দাকে নির্দেশ করা হয়। ভারতীয় প্রজাতন্ত্রে জন্ম গ্রহনকারী সমস্ত মানুষ কিংবা জন্মের পর বর্হিদেশে গমনকারীরও ভারতীয় হিসেবে পরিচিত হতে পারেন। এছাড়াও কোন বৈদেশিক ব্যক্তি চাইলে ভারত সরকারের অনুমতি অনুসারে নিবন্ধীকরণ দ্বারা ও ভারতীয় নাগরিক হতে পারে। 

প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবস ?

উত্তর : ২৬ শে জানুয়ারী ১৯৫০ সালে 

প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতির নাম কি ?

উত্তর : দ্রৌপদী মুর্মু (১৫তম রাষ্ট্রপতি)

প্রশ্ন : ভারতের ২৯ টি রাজ্যের নাম ?

উত্তর : কেরালা, তামিলনাডু, ছত্তিশগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগ্যাল্যান্ড, মিজোরাম, মণিপুর।

প্রশ্ন: ভারতের প্রথম রাষ্টপতির  নাম কি ?

উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ 

প্রশ্ন: ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উত্তর : রাজস্থান

প্রশ্ন : ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর: শ্রী জওহরলাল নেহরু

প্রশ্ন : ভারতের রাজধানী নাম কি ?

উত্তর : নয়া দিল্লি

প্রশ্ন : ভারত ছাড়ো আন্দোলন ?

উত্তর : ভারত ছাড়ো আন্দোলন একটি আইন অমান্য আন্দোলন যাহা ১৯৪২ সালে ৮ আগষ্ট ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী দ্বারা চালিত হয়। 

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

উত্তর : শ্রীমতি প্রতিভা প্যাটেল

প্রশ্ন : ভারতের রাজ্য কয়টি ?

উত্তর : ২৯টি

প্রশ্ন : ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর : কাঞ্চনজঙ্ঘা

প্রশ্ন: মহাভারতের রচিয়তা কে ?

উত্তর : শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস

প্রশ্ন: ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?

উত্তর : সর্বপল্লী রাধাকৃষ্ণণ

প্রশ্ন: দক্ষিন ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?

উত্তর : কোয়েম্বাটুর, তামিলনাডু

প্রশ্ন: ভারতের উচ্চতম জলপ্রপাত ?

উত্তর : ছাঙ্গে জলপ্রপাত

প্রশ্ন :স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর : পন্ডিত জওহরলাল নেহেরু

প্রশ্ন: ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর  নাম কি ?

উত্তর : প্রফুল্লচন্দ্র ঘোষ

প্রশ্ন : ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ?

উত্তর : উইলিয়াম হান্টার 

প্রশ্ন : ভারতের জাতীয় মাছ কি ?

উত্তর : শুশুক

প্রশ্ন : ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর : লর্ড ক্যানিং

প্রশ্ন : ভারতের দীর্ঘতম  জাতীয় সড়ক কোনটি ?

উত্তর : এনএইচ ৪৪

প্রশ্ন : ভারতের জাতীয় খাবার কি ?

উত্তর : খিচুড়ি

প্রশ্ন: ভারতের সংবিধানের ধারা কয়টি ?

উত্তর : এই সংবিধানে মোট ২৫ টি অংশে ৪৭০ টি ধারা, ১২ টি তফসিল এবং ১০৫টি সংশোধনী বিদ্যমান।

প্রশ্ন: ভারতের  প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ?

উত্তর : জাকির হুসেইন 

প্রশ্ন : ভারতের আয়তন কত ?

উত্তর : ৩২,৮৭,২৬৩ কিমি

প্রশ্ন : ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তর : কাষ্ণনজঙ্ঘা

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর  নাম কি ?

উত্তর : সুচেতা কৃপালনী

প্রশ্ন : ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি ?

উত্তর : আবুল কালাম আজাদ

প্রশ্ন : ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?

উত্তর: সিয়াচেন হিমবাহ

প্রশ্ন : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ?

উত্তর :৮টি

প্রশ্ন : ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন ?

উত্তর : ওয়ারেন হেস্টিংস

প্রশ্ন : ভারতের জাতীয় পশু ?

উত্তর : বাঘ

প্রশ্ন : মহাভারতের অপর নাম  কি ?

উত্তর : শতসাহস্রী সংহিতা

প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?

উত্তর : গোয়া

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন : ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?

উত্তর : গঙ্গা

প্রশ্ন : ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর: জওহরলাল নেহেরু

প্রশ্ন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

উত্তর : আচার্য গৌড়দাস বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন : ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?

উত্তর : ভেম্বানদ হ্রদ 

historical places in India

উক্ত পোস্টে যদি কোন প্রকার ভুল তথ্য পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ