Subscribe Us

Advertisement

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা - পিডিএফ ও ওয়ার্ড ফাইল ডাউনলোড

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা - পিডিএফ ও ওয়ার্ড ফাইল ডাউনলোড

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা

আমাদের মধ্যে অনেকেই আবেদন পত্র লেখার নিয়ম জানেন না। আবার অনেকেই আবেদন পত্র লেখার নিয়ম জানলেও গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারেনা। আবার অনেকেই আছেন আবেদন পত্র লেখার নিয়ম বাংলা বা বাংলায় আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান। 


আজকের আর্টিকেলটি আমি তাদের জন্যই সাজিয়েছি। কারণ আজকের আর্টিকেলে আমি বলব আবেদন পত্র লেখার নিয়ম বাংলা, বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম, স্কুলের প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা, ছুটির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ইত্যাদি আরও বেশ কয়েকটি আবেদন পত্র লেখার নিয়ম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

 

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা বা বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম


আবেদনপত্র লেখার নিয়ম বাংলা বা কিভাবে বাংলায় আবেদনপত্র লিখে তা জানার আগে আপনাদের একটু ধারণা দেই যে আবেদনপত্র কি? 

কোন ব্যক্তির বা প্রতিষ্ঠানের কাছে কোন বিষয়ের জন্য অনুরোধ করে একটি পত্র লেখাকে আবেদন পত্র বলে। 

আবেদনপত্র লেখার নিয়ম বাংলা অনেকেই জানেন না। অনেকেই আছেন বাংলায় আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান। আসলে আবেদনপত্র বলুন কিংবা দরখাস্ত দুটি ক্ষেত্রেই কিছু নিয়ম অবশ্যই অবলম্বন করতে হবে। আবেদনপত্র ও দরখাস্ত লেখার নিয়ম প্রায় একই। 

দরখাস্ত এবং আবেদন পত্র লিখতে হলে নিচের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখেই একটি দরখাস্ত এবং আবেদন পত্র লিখতে হবে।


আবেদন পত্র লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্যে রাখতে হবে:-


👉আবেদনের তারিখ অর্থাৎ আপনি যে তারিখে আবেদন পত্রটি লিখবেন।

👉অবশ্যই প্রাপক দিতে হবে, অর্থাৎ যার নিকট আপনি আবেদন পত্রটি লিখবেন তার

পদবী দিতে হবে।

👉 আবেদনের বিষয়। অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর আবেদন পত্রটি লিখতে যাচ্ছেন।

👉 সম্ভাষণ। এর মানে হলো যিনি প্রাপক তাকে সম্মান করে আবেদনপত্রে স্যার, জনাব

অথবা ম্যাডাম লিখতে হবে।

👉আপনি যে বিষয়ে আবেদন পত্রটি লিখবেন সে বিষয়ে ছোট করে গঠনমূলক বর্ণনা দিতে

হবে।

👉 সর্বশেষ আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম ঠিকানা এবং পদবী লিখতে হবে।

আর এটিই মূলত আবেদন পত্র লেখার নিয়ম বাংলা। অর্থাৎ বাংলায় আবেদনপত্র লিখতে হলে এই কয়েকটি বিষয়  গুলো মেনেই আপনাকে একটি আবেদন পত্র লিখতে হবে।


বাংলায় চাকুরীর আবেদন পত্র লেখার নিয়ম


আবেদনপত্র লেখার নিয়ম বাংলা এ সম্পর্কে তো আশা করি কিছুটা ধারণা পেয়ে গেছেন। এবার আসি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলাতে। হরহামেশাই অনেক চাকরির বিজ্ঞপ্তি বের হয় এবং অনেক চাকরি প্রত্যাশী চাকরি পাওয়ার জন্য আবেদন করতে চান। আর তাই অনেকেই জানতে চান বাংলায় চাকরির আবেদন পত্র লেখার নিয়ম। 


বাংলায় চাকরির আবেদন পত্র লেখার নিয়ম কেমন তার একটি নমুনা আমি নিচে দেখিয়ে দিলাম। 


তারিখঃ ২৫-০৫-২০২৩ইং 

বরাবর,

সভাপতি/অধ্যক্ষ

মহাখালী উচ্চ বিদ্যালয়, ঢাকা, মহাখালী। 


বিষয়ঃ সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। 


জনাব,

বিনীত নিবেদন এই যে গত ২২-০৪-২০২৩ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া এক নিয়োগ বিজ্ঞপ্তির মারফতে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয় বা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক সহকারি শিক্ষক প্রয়োজন বা আবশ্যক। তাই আমি উক্ত পদে চাকুরী করতে আগ্রহ প্রকাশ করছি। আমি উক্ত পদের জন্য একজন প্রাথী। আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য আপনার বিবেচনার জ্ঞাতার্থে জন্য নিম্নে দাখিল করলাম। 


নামঃ

পিতার নামঃ- 

মাতার নামঃ- 

জেলাঃ- 

জন্ম তারিখঃ- 

ধর্মঃ- 

জাতীয়তাঃ- 

বর্তমান ঠিকানাঃ- 

স্থায়ী ঠিকানাঃ- 

বৈবাহিক অবস্থাঃ-  

রক্তের গ্রুপঃ- 

মোবাইল নম্বরঃ-

শিক্ষাগত যোগ্যতাঃ-  


ক্রঃনং  

 পরীক্ষার নাম

 গ্রুপ/বিষয়

 পাশের সন

 বোর্ড/বিশ্ববিদ্যালয়

 জিপিএ/সিজিপিএ/বিভাগ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


অভিজ্ঞতা    :

অতএব, জনাব সমীপে আমার একান্ত প্রার্থনা আমি যাতে উক্ত পদে চাকরি পাইতে পারি তার বিহিত ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি।

বিনীত নিবেদক
নাম....

সংযুক্তি :
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি সত্যায়িত।
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত।
৩. ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত।
৪. নাগরিক সনদপত্র ।

আর এভাবেই চাকরির জন্য একটি আবেদন পত্র লিখতে হয়। এখানে আপনি যে কোন চাকরির জন্য যেই পদেই আবেদন করুন না কেন, উক্ত পদের জন্য শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠানের প্রধান যিনি তাকে প্রাপক করে আবেদন পত্রটি লিখবেন। এবং আপনি যে পদের জন্য আবেদন করবেন, বিষয়ের জায়গায় শুধুমাত্র সেই পদের নামটি উল্লেখ করবেন উল্লেখ করবেন। এবং উপরের মতো করে আপনি আপনার সকল যাবতীয় তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা তুলে ধরবেন।

আরোও জানুন চাকরি আবেদন পত্রের নমুনা কপি ডাউনলোড


ছুটির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা


অনেকেই আছেন ছুটির আবেদনপত্র কিভাবে লিখে জানতে চান। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কিংবা নতুন যুক্ত হয়েছেন কিংবা যারা শিক্ষার্থী আছে তারা অনেকেই জানতে চান স্বকর্মরত প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে কিভাবে ছুটির আবেদন লিখতে হয়। আবার অনেকেই আছেন ছুটির আবেদনপত্র লেখার নিয়ম কলেজ বা ছুটির জন্য কলেজে আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান।  

আমি নিচে একটি বিদ্যালয় থেকে ছুটি নেওয়ার জন্য একটি ছুটির আবেদনপত্র লেখার নমুনা দিলাম। আপনারা যদি ছুটির আবেদন পত্র লিখতে চান তবে নিচের নমুনা পত্রটি ফলো করতে পারেন। 



তারিখঃ- ২৫-০৫- ২০২৩ ইং 

বরাবর, 

প্রধান শিক্ষক 

কুমড়াডুগী হাই স্কুল ফরিদগঞ্জ, চাঁদপুর। 

বিষয়ঃ- বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিনের ছুটির আবেদন। 


জনাব, 

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আসছে আগামী ২৮ মে আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছোট ভাই হিসেবে সেজন্য আমার উপর বেশ কিছু দায়িত্ব পড়েছে। তাই সে সকল দায়িত্ব পালন এবং বড় বোনের বিয়ে উপভোগ করার জন্য বিয়ের আগে আমার অগ্রিম দুদিনের ছুটি প্রয়োজন। 

অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার কথা বিবেচনায় রেখে আমাকে দুদিনের ছুটি প্রদান করতে আপনার সুমর্জি কামনা করছি। 


ইতি, 

আপনার একান্ত বাধ্যগত ছাত্র 

.................

দশম শ্রেণী 

রোল নংঃ- ১১ 


এখানে আমি উপরে যে আবেদন পত্র লিখলাম সেটি একটি বিদ্যালয় থেকে ছুটির আবেদন পত্র ছিল। আপনি যদি কোন প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে আপনি প্রধান শিক্ষকের জায়গায় আপনার প্রতিষ্ঠানের প্রধানের পদবী উল্লেখ করবেন এবং নিচে প্রতিষ্ঠানের নামটি উল্লেখ্য করবেন। এবং বিষয়ের মধ্যে আপনি যে কারণে ছুটি নিতে চাচ্ছেন সেটি উল্লেখ্য করবেন। এবং তারপর সংক্ষিপ্তভাবে কেন ছুটি নিতে চাচ্ছেন তা বর্ণনা করবেন। এবং পরিশেষে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন আপনার অবস্থান কি বা আপনি কোন পদে আছেন সেটি উল্লেখ্য করে শেষ করবেন। এভাবেই ছুটির আবেদন পত্র লিখতে হয়। 

আরোও জানুন ছুটির আবেদন পত্রের নমুনা কপি ডাউনলোড


অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম 


আমাদের মধ্যে অনেকেই আছে দরিদ্র শিক্ষার্থী। বা অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা টাকার অভাবে সন্তানের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালাতে পারছেন না। বাংলাদেশের কমবেশ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে। আর সেই আর্থিক অনুদান পেতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নিকট আবেদন করতে হয়। 

অনেক শিক্ষার্থীই আছে অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে তেমন ধারণা

রাখে না। তাই যারা অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে চাও, তাদের বুঝার

সুবিধার্থে আমি নিচে একটি অনুদান পত্রের নমুনা দেখালাম।  



তারিখঃ- ২৫-০৫-২০২৩ ইং 

বরাবর, 

অধ্যক্ষ/ সভাপতি 

চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর। 

বিষয়ঃ কলেজের দরিদ্র তহবিল থেকে আর্থিক অনুদানের জন্য আবেদন। 


জনাব,


বিনীত নিবেদন এই যে, আমি আপনারা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী। আমি একাদশ শ্রেণী থেকে ৯০ শতাংশ নাম্বার পেয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হই। আমার বাবা একজন দিন মজুর। আমাদের পরিবারে আমি সহ মোট ৮ জন সদস্য। উর্পাজন করার মত শুধু আমার বাবাই আছেন। পরিবারের ভরণপোষণের পর আমার লেখাপরার খরচ চালানো আমার বাবার পক্ষে সম্ভব নয়। তাই কলেজের দরিদ্র তহবিল থেকে আমার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিলে আমি এবং আমার পরিবার বিশেষ ভাবে উপকৃত হবে। 


অতএব, আমার কথা বিবেচনায় রেখে আমাকে কলেজের দরিদ্র তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে আমার লেখাপড়ার খরচ চালাতে জনাবের সুমর্জি কামনা করছি। 


ইতি, 

....(নাম)......

দ্বাদশ শ্রেণিতে। 

শাখা' ক 

রোলঃ- ২৩৪। 


এভাবেই অনুদানের জন্য আবেদন পত্র লিখতে হয়। 


ইংরেজিতে আবেদনপত্র লেখার নিয়ম


অনেকেই আছে ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়ম জানেন না। এখানে আমি বলে রাখি বাংলা এবং ইংরেজি আবেদন পত্র লেখার নিয়ম একই। শুধু ভাষা এবং বিষয়ের পরিবর্তন হবে। ধরুন আপনি যদি ইংরেজি কোন প্রতিষ্ঠানে চাকরি বা পড়াশুনা করেন, সেখানে আপনি যে বিষয়েই আবেদন পত্র লেখুন না কেন, তা হবে সসম্পুর্ণ ইংরেজিতে। আর আপনি বাংলা নিয়মের মতই আবেদন পত্র লিখবেন। শুধু ভাষা হবে ইংরেজি। 


ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র 


বেশ কিছুদিন পরপরই বিভিন্ন ঔষধ কোম্পনিতে বিভিন্ন পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আর অনেকেই ঔষধ কোম্পানিতে চাকরির জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু কিভাবে ঔষধ কোম্পানিতে আবেদন পত্র লিখতে হয় তা জানেন না। 

তাই তাদের বুঝার সুবিধার্থে আবেদন পত্র কিভাবে লিখবে তার একটি নমুনা দেখিয়ে দিলাম। ধরুন আপনি স্কয়ার ঔষুধ কোম্পানিতে মার্কেটিং অফিসার পদে আবেদন করতে চান। তাহলে আপনার আবেদন পত্রটি কেমন হবে তা নিচে দেখাচ্ছি। 



তারিখঃ ২৫-০৫-২০২৩ইং 

বরাবর,

ম্যানেজিং ডিরেক্টর

স্কয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা। 

বিষয়ঃ মার্কেটিং অফিসার পদে চাকরির জন্য আবেদন। 

জনাব,

বিনীত নিবেদন এই যে গত ২২-০৪-২০২৩ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া এক নিয়োগ বিজ্ঞপ্তির মারফতে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক মার্কেটিং অফিসার প্রয়োজন বা আবশ্যক। তাই আমি উক্ত পদে চাকুরী করতে আগ্রহ প্রকাশ করছি। আমি উক্ত পদের জন্য একজন প্রাথী। আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য আপনার বিবেচনার জ্ঞাতার্থে জন্য নিম্নে দাখিল করলাম। 



নামঃ

পিতার নামঃ- 

মাতার নামঃ- 

জেলাঃ- 

ধর্মঃ- 

জন্ম তারিখঃ- 

জাতীয়তাঃ- 

বর্তমান ঠিকানাঃ- 

স্থায়ী ঠিকানাঃ- 

বৈবাহিক অবস্থাঃ-  

রক্তের গ্রুপঃ- 

মোবাইল নম্বরঃ-

শিক্ষাগত যোগ্যতাঃ-  

ক্রঃনং  

 পরীক্ষার নাম

 গ্রুপ/বিষয়

 পাশের সন

 বোর্ড/বিশ্ববিদ্যালয়

 জিপিএ/সিজিপিএ/বিভাগ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


অভিজ্ঞতা    :

অতএব, জনাব সমীপে আমার একান্ত প্রার্থনা আমি যাতে উক্ত পদে চাকরি পাইতে পারি তার বিহিত ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি।

বিনীত নিবেদক
নাম....

সংযুক্তি :
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি সত্যায়িত।
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত।
৩. ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত।
৪. নাগরিক সনদপত্র ।

আর এভাবেই ওষুধ কোম্পানিতে চাকরির জন্য আবেদন পত্র লিখতে হয়।এখানে আপনি যে পত্রিকায় যে ওষুধ কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখবেন, এবং যে পদের জন্য দেখবেন, সে পদের জন্য যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন, তাহলে প্রাপকের জায়গায় উক্ত ওষুধ কোম্পানির প্রধানের পদবী লিখবেন, এবং আপনি কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি বিষয়ের মধ্যে উল্লেখ করবেন।

আরোও জানুন চাকরির আবেদন পত্র ওয়ার্ড ফাইল ডাউনলোড


প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম


অনেকেই আছে যারা প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে চাই। সেটা যে কোন বিষয়ের উপর হতে পারে। যেমন ধরুন বিদ্যালয়ের কোন অবকাঠামগত উন্নয়নের জন্য আবেদন হতে পারে, হতে পারে বনভোজনের জন্য আবেদন, আবার হতে পারে ব্যক্তিগত কোন বিষয়ে যেমন ব্যক্তিগত ভাবে নিজের ছুটির জন্য আবেদন, জরিমানা মৌকুপ এর জন্য আবেদন অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। 


তো বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে যে বিষয় নিয়ে আবেদন করুক না কেন প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম কিন্তু একই। যে কোন বিষয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম নিয়ে একটি নমুনা আমি দিয়ে দিচ্ছি। 


তারিখঃ (এখানে যে তারিখে আবেদন করা হবে ও তারিখ লিখতে হবে) 

বরাবর,

প্রধান শিক্ষক, 

…… এখানে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম 

বিষয়ঃ……. এখানে একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীরা যে বিষয়ে আবেদন করতে চায় সেই বিষয়টি উল্লেখ করতে হবে। 

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি বা আমরা আপনার বিদ্যালয়ের..… শ্রেণীর শিক্ষার্থী। ……………………. (এর পর এই খালি জায়গায় যে বিষয়ের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন দরখাস্ত লেখা হয়েছে তা ছোট করে বর্ণনা করতে হবে)। 


অতএব বিনীত প্রার্থনা এই যে আমি বা আমাদের কথা বিবেচনায় রেখে………………….. (এখানে খালি জায়গায় বিষয়টি শেষ অংশ লিখতে হবে।) 



ইতি, 

…………শিক্ষার্থী বা শিক্ষার্থীদের কয়েকজনের নাম হবে 

……..শ্রেণী লিখতে হবে 

………. রোল বা শাখা 


এবং এই নিয়মে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র বা দরখাস্ত  লিখতে হয়।


আরোও জানুন : বেতন মওফুকের জন্য আবেদন পত্র ডাউনলোড


দরখাস্ত আবেদন পত্র লেখার নিয়ম বাংলা নিয়ে শেষ কথা


এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আবেদন পত্র লেখার নিয়ম বাংলা বা বাংলায় কিভাবে আবেদন পত্র লিখতে হয়। তাও আরেক বার আমি একটু বলে দিচ্ছি। দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে নিতে হয়। নতুবা তা অধিকাংশ সময়ে গ্রহণযোগ্য হয় না। 


দরখাস্ত আবেদন পত্র বাংলায় লেখার নিয়ম হলো আপনি যে তারিখে আবেদন করবেন অবশ্যই সেই তারিখটি উল্লেখ করতে হবে। এরপর প্রাপকের জায়গায় জায়গায় অবশ্যই যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের প্রধানের পদবীটি উল্লেখ্য করতে হবে। এরপর দিতে হবে আপনার বিষয়।এবং বিষের মধ্যে আপনি যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন সেটি উল্লেখ্য করবেন। 


এরপর সম্ভাষণ হিসেবে স্যার, জনাব অথবা ম্যাডাম লিখবেন। এরপর আপনি যে বিষয়ে দরখাস্ত বা আবেদন করবেন সংক্ষিপ্তভাবে সেই বিষয় নিয়ে ছোট গঠনমূলক বর্ণনা দিবেন। এবং পরিশেষে প্রাপক অর্থাৎ আপনার যাবতীয় তথ্য উল্লেখ্য করবেন। 


আর এভাবেই একটি আবেদন পত্র দরখাস্ত লিখতে হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই আবেদন পত্র লেখার নিয়ম বাংলা বা বাংলায় আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে আশা করি আপনাদের আর কোন সমস্যা হবে না। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ