সাম্প্রতিক সাধারণ জ্ঞান
১। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে ?
উত্তর : বরিশাল
২। UNHCR এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেনেভা
৩। ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে ?
উত্তর : ডোমেইন নেম
৪। মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কি ?
উত্তর : অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
৫। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে ?
উত্তর : ৫ জুন
৬। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?
উত্তর : ভোলা
৭। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?
উত্তর : লুই আই কান
৮। পৃথিবীর গভীরতম স্থান ?
উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ
৯। কোথায় (IRRI) অবস্থিত ?
উত্তর :ফিলিপাইন ম্যানিলাতে
১০। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর : খুলনা
১১। বিলিয়ন ডলার হেইস্ট তথ্যচিত্রের নির্মাতা কে ?
উত্তর : ড্যানিয়েল গর্ডন
১২। কনসার্ট ফর বাংলাদেশ এর সংগীত শিল্পীর নাম কি ?
উত্তর : জর্জ হ্যারিসন
১৩। অক্সফাম কি?
উত্তর : দাতব্য সংস্থা
১৪। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর : এশিয়া মহাদেশ
১৫। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত ?
উত্তর : বেলজিয়াম
১৬। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি ?
উত্তর :বাবেল মান্দেব প্রণালী
১৭। বরিশাল এর পূর্ব নাম কি ?
উত্তর :চন্দ্রদ্বীপ
১৮। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : মেঘনা
১৯। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত ?
উত্তর : চিলি
২০। সর্বপ্রথম কোন মুসলিম মনীষী নোবেল পুরষ্কার পান ?
উত্তর : আনোয়ার সাদাত
২১। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে ?
উত্তর : ১০ ডিসেম্বর
২২। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ?
উত্তর : বিশ্বব্যাংক
২৩। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি ?
উত্তর : UNHCR
২৪। UNICEF এর পূর্নরুপ কী ?
উত্তর : United Nations Children's Fund
২৫। UNDP- এর ইংরেজি পূর্নরূপ কী?
উত্তর : United Nations Development Programme
আরোও জানুন: সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরোও কিছু প্রশ্ন
0 মন্তব্যসমূহ