Subscribe Us

Advertisement

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম


বাংলা বারো মাসের নাম : ৩৬৫ দিন  অথবা ১২ মাসে ১ বছর পূর্ণ হয়। সাধারণত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম প্রদেশে বাংলা ভাষা প্রচলিত। বিশেষ করে বাংলাদেশের মাতৃভাষা বাংলা। তবুও আমাদের অনেকের কাছেই বাংলা বারো মাসের নাম কিংবা কোন মাসে কোন ঋতু  থাকে যদি জিজ্ঞসা করা হয়  তার সঠিক উত্তর পাবেন না। সেহেুতু আমরা  বাঙালি হিসাবে বাংলা বারো মাসের নাম  জানা আমাদের সবার উচিত । 


বাংলা বারো মাসের নাম : 


চলুন দেখে নেই বাংলা বারো মাসের নাম গুলো-

                            • বৈশাখ
                            • জ্যৈষ্ঠ
                            • আষাঢ়
                            • শ্রাবণ
                            • ভাদ্র
                            • আশ্বিন
                            • কার্তিক
                            • অগ্রহায়ণ
                            • পৌষ
                            • মাঘ 
                            • ফাল্গুন 
                            • চৈত্র


বাংলা বারো মাসের নাম ইংরেজীতে  : 


চলুন দেখে নেই বাংলা বারো মাসের নাম গুলো ইংরেজীতে 

                            • Boisakh
                            • Joishtha
                            • Ashar
                            • Srabon
                            • Vadra
                            • Ashwin
                            • Kartik
                            • Agrahyan
                            • Poush
                            • Magh
                            • Falgun
                            • Chaitra


বাংলার কোন মাসে কোন ঋতু কাল থাকে

 

আমরা অনেকেই বাংলা বারো মাসের নাম জানি। কিন্তুু  কোন মাসে কোন ঋতু তা অনেকেই জানিনা। চলুন দেখে নেই বাংলার কোন মাসে কোন ঋতু কাল থাকে । 


বাংলা মাস

কাল ঋতু 

বৈশাখ-জ্যৈষ্ঠ

গ্রীষ্মকাল

আষাঢ়-শ্রাবণ

বর্ষাকাল

ভাদ্র-আশ্বিন

শরৎকাল

কার্তিক-অগ্রহায়ণ

হেমন্তকাল

পৌষ-মাঘ 

শীতকাল

ফাল্গুন -চৈত্র

বসন্তকাল



বাংলা মাস সমূহ  ইংরেজীতে  কি মাস থাকে:


হয়তো বাংলা বারো মাসের নাম জানা থাকতে পারে অথবা কোন  মাসে কোন ঋতু তাও আপনার জানা থাকতে পারে ।  তবে বাংলা মাস  সমূহ ইংরেজীতে কি মাস থাকে তা যদি না জানা থাকে  তাহলে দেখে নিতে পারেন 



ক্রঃ নং

বাংলা মাসের নাম

ইংরেজী মাসের নাম

1

বৈশাখ

এপ্রিল-মে

2

জ্যৈষ্ঠ

মে-জুন

3

আষাঢ়

জুন-জুলাই

4

শ্রাবণ

জুলাই-আগস্ট

5

ভাদ্র

আগস্ট - সেপ্টেম্বর

6

আশ্বিন

সেপ্টেম্বর - অক্টোবর

7

কার্তিক

অক্টোবর - নভেম্বর

8

অগ্রহায়ণ

নভেম্বর-ডিসেম্বর 

9

পৌষ

ডিসেম্বর - জানুয়ারী

10

মাঘ

জানুয়ারী - ফেব্রুয়ারী

11

ফাল্গুন

ফেব্রুয়ারী -  মার্চ

12

চৈত্র

মার্চ - এপ্রিল


 

বাংলা বারো মাসের নাম গুলি কোন নক্ষত্র থেকে এসেছে ?


 বাংলা বারো মাসের নাম গুলো কোন নক্ষত্র থেকে এসেছে  চলুন দেখে নেই। 


ক্রঃ নং

বাংলা মাসের নাম

নক্ষত্র

1

বৈশাখ

বিশাখা নক্ষত্র

2

জ্যৈষ্ঠ

জেষ্ঠা নক্ষত্র

3

আষাঢ়

অষধা নক্ষত্র

4

শ্রাবণ

শ্রবণা নক্ষত্র

5

ভাদ্র

ভদ্রা নক্ষত্র

6

আশ্বিন

অশ্বিনী নক্ষত্র

7

কার্তিক

কৃত্তিকা নক্ষত্র

8

অগ্রহায়ণ

মৃগশিরা বা অগ্রহায়ণী নক্ষত্র

9

পৌষ

পুষ্যা নক্ষত্র

10

মাঘ

মঘা নক্ষত্র

11

ফাল্গুন

ফাল্গুনি নক্ষত্র

12

চৈত্র

চিত্রা নক্ষত্র



FAQ :

প্রশ্ন :  বাংলা বারো  মাসে কয়টি  ঋতু  ?
উত্তর : ৬টি  ঋতু 

প্রশ্ন :  বাংলা বারো মাসের নাম কিভাবে এসেছে ?
উত্তর :  নক্ষত্রের নাম অনুযায়ী

প্রশ্ন : কত দিনে এক বছর হয় ?
উত্তর : ৩৬৫ দিনে 

প্রশ্ন : এক বছরে কত সপ্তাহ ?
উত্তর : ৫২ সপ্তাহ 

প্রশ্ন : বাংলা  বারো মাসের ৬ ঋতুর নাম ?
উত্তর : গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল


সর্বশেষ : উক্ত পোস্টে বাংলা বারো মাসের নাম ও কোন মাসে কোন ঋতু এবং বাংলা মাস সমূহ  ইংরেজীতে কি মাস থাকে তা দেওয়া হলো । আশাকরি উক্ত পোস্টটি বাংলা বারো মাসের নাম ও অন্যান্য তথ্যাদি সর্ম্পকে জানতে আপনাকে সহয়তা করতে পারে । পোস্টে কোন প্রকার ভুল পরিলক্ষিত হলে অবশ্যই কমেন্টে জানাবেন।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ