ইহা ভারত রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রথমদের তালিকা । ভারত রাষ্ট্র পরিচালনায় যাদের নাম ভারতীয়দের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে শীর্ষ স্থানে আছে।
ইহা ভারত রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রথমদের তালিকা । ভারত রাষ্ট্র পরিচালনায় যাদের নাম ভারতীয়দের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে শীর্ষ স্থানে আছে।
ভারতীয়দের নাম | শীর্ষ স্থান অধিকারী |
ডঃ রাজেন্দ্র প্রসাদ | ভারতের প্রথম রাষ্ট্রপতি |
ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন | ভারতের প্রথম উপরাষ্ট্রপতি |
শ্রীমতি প্রতিভা প্যাটেল | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি |
পণ্ডিত জওহরলাল নেহেরু | ভারতের প্রথম প্রধানমন্ত্রী |
সর্দার বল্লভ ভাই প্যাটেল | ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী |
শ্রীমতি ইন্দিরা গান্ধী | ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
গণেশ বাসুদেব মাভলঙ্কর | ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ (স্পীকার) |
শ্রীমতি মীরা কুমার | ভারতের লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষা |
সোমনাথ চ্যাটার্জী | ভারতের লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষ |
চক্রবর্তী রাজা গোপালাচারি | স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভাইসরয় |
সুকুমার সেন | ভারতের প্রথম নির্বাচন কমিশনার |
শ্রীমতি সুচেতা কৃপালনী | ভারতের কোনও রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
ইন্দিরা গান্ধী | ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
জাকির হুসেইন | ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি |
প্রণব মুখোপাধ্যায় | ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি |
ভারত সভা | ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান |
দ্রৌপদী মুর্মু | ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি |
যে কোনো ধরনের নমুনা ফর্ম, সাম্প্রতিক সাধারন জ্ঞান, পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসা সহ বিভিন্ন তথ্য tliio ওয়েবসাইটে প্রদান করা হয়। এসব তথ্য গুলো আপনাকে বিভিন্ন বিষয়ে জানার জন্য সহয়তা করতে পারে। এছাড়া অনেক নমুনা ফরম পাবেন সেগুলি ব্যবহার করতে পারেন। চেষ্টা থাকবে সব সময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এরপর কোন ভুল ত্রুটি থাকতে পারে । সেগুলো যদি আপনার মনে হয় ভুল তাহলে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। যেকোন বিষয় প্রশ্ন করার থাকলে কমেন্ট লিখতে পারেন অথবা কন্ট্রাক ফর্মে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ
0 মন্তব্যসমূহ