পশ্চিমবঙ্গের ২৩টি জেলার নাম
পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও জেলা সদর, প্রতিষ্ঠার সাল, মহকুমা বিস্তারিত ভাবে নিম্নে উল্লেখ করা হলো। বিভাগ অনুযায়ী জেলার গুলোর তথ্য দেখতে পারবেন। তাছাড়া সংক্ষিপ্ত ভাবে জেলা গুলোর নাম দেওয়া আছে । চলুন জেনে নেই পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও বিস্তারিত তথ্য ।
প্রেসিডেন্সি বিভাগ
উত্তর চব্বিশ পরগণা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, হাওড়া নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত । নিম্নে প্রেসিডেন্সি বিভাগের জেলার নাম, জেলা সদর, আয়তন, প্রতিষ্ঠা সাল ও মহকুমা নিম্নে দেওয়া হলো
বর্ধমান বিভাগ
পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান,বীরভূম ,হুগলী জেলা নিয়ে বর্ধমান বিভাগ গঠিত । নিম্নে বর্ধমান বিভাগের জেলা, জেলা সদর, প্রতিষ্ঠা সাল, মহকুমা, আয়তন ও জেলা সদর দেওয়া হলো ।
মালদা বিভাগ
উত্তর দিনাজপুর ,মালদহ ,মুর্শিদাবাদ ,দক্ষিণ দিনাজপুর মালদা বিভাগ গঠিত । মালদা বিভাগের জেলা, মহকুমা, জেলা সদর, আয়তন ও প্রতিষ্ঠা সাল দেওয়া হলো ।
জলাপাইগুড়ি বিভাগ
আলিপুরদুয়ার ,কালিম্পং ,কোচবিহার ,জলপাইগুড়ি,দার্জিলিং নিয়ে জলপাইগুড়ি বিভাগ গঠিত। নিম্নে জলপাইগুড়ি জেলার আয়তন, জেলা সদর, প্রতিষ্ঠার সাল, মহকুমা দেওয়া হলো।
মেদিনীপুর বিভাগ
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া,ঝাড়গ্রাম, মেদিনীপুর বিভাগ গঠিত। নিম্নে মেদিনীপুর বিভাগের মহকুমা, প্রতিষ্ঠার সাল, আয়তন, জেলা সদর ও জেলার নাম গুলো দেওয়া হলো।
পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম সংক্ষিপ্ত আকারে
- উত্তর চব্বিশ পরগণা জেলা
- কলকাতা জেলা
- দক্ষিণ চব্বিশ পরগণা জেলা
- নদিয়া জেলা
- হাওড়া জেলা
- পূর্ব বর্ধমান জেলা
- পশ্চিম বর্ধমান জেলা
- বীরভূম জেলা
- হুগলী জেলা
- উত্তর দিনাজপুর জেলা
- মালদহ জেলা
- মুর্শিদাবাদ জেলা
- দক্ষিণ দিনাজপুর জেলা
- আলিপুরদুয়ার জেলা
- কালিম্পং জেলা
- কোচবিহার জেলা
- জলপাইগুড়ি জেলা
- দার্জিলিং জেলা
- পশ্চিম মেদিনীপুর জেলা
- পুরুলিয়া জেলা
- পূর্ব মেদিনীপুর জেলা
- বাঁকুড়া জেলা
- ঝাড়গ্রাম জেলা
এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পশ্চিবঙ্গের ২৩ জেলার নাম । আশাকরি উক্ত ব্লগ পোস্টটি আপনাদের পশ্চিবঙ্গের ২৩ জেলার নাম ও জেলা গুলোর তথ্য জানতে সহায়তা করতে পারে। উক্ত ব্লগ পোস্টে কোন প্রকার যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন । ব্লগ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ