Subscribe Us

Advertisement

টেলিটক নাম্বার, ব্যালেন্স চেক, ইমারজেন্সি ব্যালেন্স ও কাস্টমার কেয়ার নাম্বার

টেলিটক  নাম্বার, ব্যালেন্স চেক, ইমারজেন্সি ব্যালেন্স ও কাস্টমার কেয়ার নাম্বার

    টেলিটক :

    টেলিটক বাংলাদেশের একটি জনপ্রিয় সিম যাহা একমাত্র বাংলাদেশের রাষ্ট্রায়ত  মোবাইল ফোন নেটওয়ার্ক সেবা দাতা প্রতিষ্ঠান। টেলিটক সিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালিকাধীন একটি পাবলিক  লিমিটেড কোম্পানী। নিম্নে টেলিটক সিম ব্যবহারী কারীদের জন্য টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক ব্যালেন্স চেক, টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স ও টেলিটক কাস্টমার কেয়ার  নাম্বার দেওয়া হলো। 

    --------------------------------------------------------------------------------------

    টেলিটক  নাম্বার দেখার ‍ উপায়/টেলিটক নাম্বার চেক :

    টেলিটক  নাম্বার দেখার  উপায়/ টেলিটক নাম্বার চেক কিভাবে করবেন? আপনি যদি একজন টেলিটক সিম ব্যবহারকারী হন অথবা টেলিটক সিম ব্যবহার করেন তবে নাম্বার  ভুলে গেছেন  তাহলে সহজে আপনি আপনার টেলিটক নাম্বার-টি দেখতে পারবেন। টেলিটক নাম্বার দেখার উপায়/ টেলিটক  নাম্বার চেক করার সহজ উপায় নিম্নে দেওয়া হলো 

    ✅মোবাইল ফোন থেকে ডায়াল করুন : *551#

    ডায়াল করার কিছুক্ষনের মধ্যে আপনি আপনার টেলিটক নাম্বার টি দেখতে পাবেন। 

    --------------------------------------------------------------------------------------

    টেলিটক ব্যালেন্স চেক/টেলিটক টাকা দেখার উপায় 

    টেলিটক ব্যালেন্স চেক/ টেলিটক টাকা দেখার ‍উপায় -প্রত্যেক টেলিটক সিম ব্যবহারকারী টেলিটক ব্যালেন্স চেক/টেলিটক টাকা দেখার উপায় জানতে চায়। অথবা অনেক সময় নতুন টেলিটক সিম ব্যবহারকারী হলে ব্যালেন্স দেখার কোডটি না জানা থাকতে ও পারে ।এজন্য নিম্নে টেলিটক ব্যালেন্স চেক করা কোডটি দেওয়া হলো 

    ✅টেলিটক ব্যালেন্স চেক : *152#

    -----------------------------------------------------------------------------

    টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স :

    অনেক সময় জরুরী মূহুর্তে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স প্রয়োজন পড়ে। আপনি যদি টেলিটক সিম ব্যবহারকারী হন তাহলে অবশ্যই টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন । নিম্নে কিভাবে  ইমারজেন্সি  ব্যালেন্স  নিবেন তা দেওয়া হলো

    ইমারজেন্সি ব্যালেন্স : 

    ডায়াল করে : *1122#
    এসএমএস মাধ্যমে : "Loan"  লিখে এসএমএস 1122 নম্বরে 

    এছাড়া নির্দিষ্ট পরিমানের  টাকা লিখে  আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন ।
     
    ডায়াল : *1122* টাকার পরিমান #
    যেমন : *1122*12#
    এসএমএস : "টাকার পরিমান" লিখে এসএমএস 1122 নম্বরে
    যেমন - "20"  এসএমএস 1122 নম্বরে 

    --------------------------------------------------------------------------------------

    টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

    আমরা যারা  টেলিটক নাম্বার ব্যবহার করে থাকি অবশ্যই বিভিন্ন প্রয়োজনে টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন হয়ে থাকে । 

    টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার : 

    ✅হেল্প লাইন: ১২১
    ✅অন্য অপারেটর: ০১৫০০১২১১২১-৯.
    হেল্প লাইন [কর্পোরেট]: ২৬৭
    হেল্প লাইন [টেলি চার্জ]: ৮৫২


    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ