Subscribe Us

Advertisement

জরিমানা মওকুফের জন্য আবেদন Pdf - Word file Download

জরিমানা মওকুফের জন্য আবেদন


জরিমানা মওকুফের জন্য আবেদন : স্কুল কলেজ জীবনে আমরা অনেকেই জরিমানার সম্মুখীন হয়ে থাকি । এমনকি চাকরি জীবনেও অনেককে জরিমানার সম্মুখীন হয়ে থাকে। আমরা অনেকেই জানিনা কিভাবে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখতে হয়। আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো জরিমানা মওকুফের জন্য কিভাবে আবেদন পত্র লিখতে হবে?

অনেকেই কম্পিউটারে টাইপ করে আবেদন পত্র লিখে থাকেন ৷ কিন্তু আবেদনপত্র হাতে লিখলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাওয়া যায়। তাই শুধু জরিমানা মওকুফের জন্য নয়, যেকোনো আবেদন পত্র লেখার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট ভাষায় হাতে লিখতে হবে ৷ তাহলে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাওয়া যাবে ৷ চলুন দেরি না করে জেনে নেওয়া যাক জরিমানা মওকুফের জন্য আবেদন কিভাবে লিখতে হবে?


স্কুলে অনুপস্থিত থাকায় জরিমানা মওকুফের জন্য আবেদন

ছাত্র-ছাত্রীরা অনেক সময় বিভিন্ন কারণে স্কুলে উপস্থিত হতে পারেনা। এতে করে তাদের জরিমানা সম্মুখীন হতে হয়। অনাকাঙ্ক্ষিত জরিমানার জন্য ছাত্র-ছাত্রীদের অনেক ঝামেলার মুখে পড়তে হয়। কিন্তু সঠিক নিয়মে জরিমানা মওকুফের জন্য আবেদন করলে জরিমানা মাফ হয়ে যেতে পারে। কিন্তু অনেক ছাত্র-ছাত্রী জানে না কিভাবে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখতে হয়। চলুন একটি নমুনার মাধ্যমে দেখে নেওয়া যাক স্কুলে অনুপস্থিত থাকায় জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হবে ৷

 

অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

তারিখঃ

বরাবর,

অধ্যক্ষ 

টাংগাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

আশুলিয়া, সাভার, ঢাকা

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি অসুস্থতার কারণে গত ২৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ হতে আমার গত ছয় দিনে ১২০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আমার বাবা একজন ভ্যানচালক। আমরা পাঁচ ভাই বোন সকলেই এখনো পড়াশোনা রত অবস্থায় রয়েছি। আমার মা নেই। আমার বাবা একমাত্র উপার্জনকারী যিনি আমাদের সকল খরচ বহন করেন। 

অতএব, জনাবের নিকট নিকট আমার আকুল আবেদন এই যে, আমার গত ৬ দিনের জরিমানা মওকুফ করে দেয়ার জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার নিয়মিত অনুগত ছাত্রী

বিপ্র মন্ডল

শ্রেণীঃ নবম

শাখাঃ এ

রোল নং- ১২

বিভাগঃ বিজ্ঞান বিভাগ

 

কলেজে অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন

জরুরি দরকারি কাজের জন্য অথবা ব্যক্তিগত কাজের জন্য অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও কলেজে অনুপস্থিতির খাতায় নাম জমা পড়ে ৷ এই অনাকাঙ্ক্ষিত জরিমানা মওকুফের জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারি ৷ কিন্তু আমরা আবেদন করার সঠিক নিয়ম জানিনা ৷ আবেদন পত্রে কোন ভুল থাকলে সেই আবেদনপত্র গ্রহণযোগ্যতা পায় না ৷ তাই আবেদনপত্র হতে হবে নির্ভুল। চলুন অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্রের নমুনা দেখে নেওয়া যাক ৷ এই নমুনার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আবেদন পত্র লিখতে হবে ৷

 

কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

তারিখঃ

বরাবর,

প্রধান শিক্ষক

সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ

আশুলিয়া, সাভার, ঢাকা।

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজে প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি আমার বড় বোনের শারীরিক অসুস্থতার কারণে গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কলেজে উপস্থিত হতে পারিনি। আমার বাবা একজন ছোটখাট ব্যবসায়ী। আমরা ছয় ভাইবোন এখনো পর্যন্ত পড়াশুনারত অবস্থায় রয়েছি। আমার বোন শারীরিক অসুস্থতার থাকায় তার চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ৷ আমাদের সকল খরচ বহনকারী আমাদের পিতা। তিনি কোনভাবেই আমাদের কলেজের জরিমানা বহন করতে সক্ষম নন।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অনুপস্থিত কালীন সময়ে স্কুল কর্তৃপক্ষ থেকে যে জরিমানা করা হয়েছে সেটি মওকুফের জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র

বিপ্র মন্ডল

রোল নং-১১

শ্রেণীঃ প্রথম বর্ষ

শাখাঃ ব্যবসায় শিক্ষা

 

অফিসে অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন

এমন অনেক প্রাইভেট জব রয়েছে যেখানে অনুপস্থিত থাকলে বেতন থেকে জরিমানা হিসেবে টাকা কেটে নেওয়া হয়। অনেক সময় জরুরী কাজের জন্য আমরা অনেকেই অফিসে সঠিক সময়ে উপস্থিত হতে পারি না। আবার অনেক সময় দুই তিন দিন অথবা তার বেশি সময় ধরে অফিসে অনুপস্থিত থাকা হয় ৷ যার কারণে মাস শেষে আমাদের বেতন থেকে ভালো পরিমাণের টাকা জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়। এই অবস্থায় আমাদের পক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য পরিমাণ টাকা দিয়ে পুরো মাস চলা সম্ভব হয় না ৷

তাই আমরা অফিস  কর্তৃপক্ষের কাছে আবেদন করলে অনেক সময় জরিমানা মওকুফ হতে পারে ৷ কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেনা কিভাবে অফিসে অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন করতে হয় ৷ চলুন অফিস অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়মের একটি নমুনা দেখে আসি। এই নমুনার  মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে অফিসে অনুপস্থিতির কারণে জরিমানা মওকুফের জন্য আবেদন করতে হয় ৷

অফিসে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

 

তারিখ:

বরাবর

এডমিনিষ্ট্রেশন বিভাগ

ইনসেপ্টা ব্র্যান্ড প্রাইভেট লিঃ

বনানী, ঢাকা।

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব/জনাবা

বিনীত নিবেদন এই যে, আমি বিপ্র মন্ডল, আপনার প্রতিষ্ঠানে ওয়্যার হাউজ এর সিনিয়র এ্যাসিস্টেন্ট হিসেবে ০৪/০৪/২০১৪ইং হতে কর্মরত আছি কিন্তু আমার পারিবারিক সমস্যার কারনে আগামী ০৩/১০/২০২১ইং তারিখ হতে ৬/১০/২০২৩ ইং তারিখ পর্যন্ত অফিসে অনুপস্থিত ছিলাম ৷ যার কারনে আমার এই মাসের বেতন হতে ৫০০০ টাকা জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছে ৷ টাকা কেটে নেওয়ার পর আমার বেতনের সামান্য টাকা দিয়ে পুরো মাস চলা আমার পক্ষে সম্ভব নয় ৷

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অনুপস্থিত কালীন সময়ে অফিস কর্তৃপক্ষ থেকে যে জরিমানা করা হয়েছে সেটি মওকুফের জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

 

নিবেদক

বিপ্র মন্ডল

সিনিয়র এ্যাসিস্টেন্ট

ওয়্যার হাউজ

ইনসেপ্টা ব্র্যান্ড প্রাইভেট লিঃ


আরোও পড়ুন অথবা ডাউনলোড করুন :

                                        ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

                                        চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

                                        জীবন বৃত্তান্ত ফরম

আমরা আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের আর্টিকেলটি প্রথম থেকে মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন কিভাবে জরিমানা মওকুফের জন্য আবেদন করতে হয়। আমরা আমাদের আর্টিকেল স্কুলে অনুপস্থিত থাকায় জরিমানা মওকুফের জন্য আবেদন, কলেজে অনুপস্থিত ঢাকা জরিমানা মুখের জন্য আবেদন এমনকি অফিসে অনুপস্থিত থাকায়  জরিমানা মওকুফের জন্য আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সবগুলোর একটি করে নমুনা আপনাদের সাথে শেয়ার করেছি ৷ নমুনা দেখলে আপনারা খুব সহজেই আবেদন লেখার নিয়ম সম্পর্কে ধারণা পাবেন ৷ আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়লে আপনারা উপকৃত হবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ