Subscribe Us

Advertisement

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম পিডিএফ ও ওয়ার্ড ফাইল ডাউনলোড

 

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম পিডিএফ ও ওয়ার্ড ফাইল ডাউনলোড

কোনো শিক্ষার্থী এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইলে ছাড়পত্রের প্রয়োজন হয়। চাকুরী কর্মকর্তাদেরও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে গেলে ছাড়পত্রের প্রয়োজন হয়। কোনো ব্যক্তি চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে যোগ দিতে চাইলে তারও ছাড়পত্র লাগবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাড়পত্রের ব্যবহার বেশি। ছাড়পত্রের অনুমতি পাওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন গৃহীত হলে ওই ব্যক্তি বা শিক্ষার্থী ছাড়পত্র পাবেন।

কিন্তু অনেকেই আছেন যারা ছাড়পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে অবগত নন। আমরা আমাদের আজকের আর্টিকেলে ছাড় পত্রের জন্য আবেদন লেখার সঠিক নিয়ম এবং ছাড় পত্রের জন্য আবেদন করার নমুনা আপনাদের সাথে শেয়ার করব ৷ আমাদের নমুনা অনুসরণ করে আপনি খুব সহজেই ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পাবেন ৷ এছাড়াও আপনি আমাদের ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়মের নমুনা থেকেও তথ্য সংগ্রহ করে, এবং প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ৷

তাহলে আসুন ছাড়পত্রের জন্য আবেদন করার সমস্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

ছাড়পত্র লেখা অন্য যেকোনো আবেদন পত্রের মতো। আপনি যেভাবে সাধারণ আবেদন লেখেন সেভাবে আপনাকে ছাড়পত্রের জন্য আবেদনপত্র লিখতে হবে। এছাড়া ছাড়পত্রের জন্য আবেদন পত্র লেখার সময় কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে। উদাহরণ স্বরূপ, আপনি কত বছর স্কুলে পড়াশুনা করেছেন, আপনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন, কেন আপনার ছাড়পত্র প্রয়োজন। চাকুরীর ক্ষেত্রে- আপনি কত বছর চাকুরী করেছেন, আপনি চাকরিতে কোন পদে রয়েছেন, আপনার কেন ছাড়পত্রের প্রয়োজন এই সকল বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ৷

আবেদনটি একটি ঝকঝকে, পরিষ্কার সাদা কাগজে কালো বল-পয়েন্ট কালিতে লিখতে হবে এবং আবেদনের শেষে অবশ্যই পিতামাতার স্বাক্ষর থাকতে হবে। তবে অবশ্যই আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

ছাড়পত্রের জন্য আবেদন পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে ধারাবাহিকভাবে আবেদন পত্রটি লিখতে হবে ৷ সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ৷

 

  • আবেদন পত্রের শুরুতেই তারিখ লিখতে হবে
  • অবশ্যই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বরাবর আবেদন পত্রটি লিখতে হবে। 
  • বিষয় হিসেবে অবশ্যই ছাড়পত্রের জন্য আবেদন উল্লেখ থাকতে হবে
  • সবিনয় নিবেদন এই যে, এ কথাটি লেখার পর সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে হবে। 
  • বক্তব্যের মধ্যে অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনার সাথে প্রতিষ্ঠানের কি সংশ্লিষ্টতা ৷
  • সবশেষে কর্তৃপক্ষের সদয় বিবেচনের জন্য অনুমতি চাইতে হবে ৷

 

স্কুলের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

একজন শিক্ষার্থী এক বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে যাওয়ার সময় ছাড়পত্রের প্রয়োজন পড়ে। ছাড়পত্রের মধ্যে উল্লেখ থাকে সে কেমন মেধাবী ছিল? তার চারিত্রিক গুণাবলী, এবং কি কারনে সে অন্য বিদ্যালয়ে যেতে চায় সে সম্পর্কেও স্পষ্ট কারণ ৷ অর্থাৎ ছাড়পত্রের মধ্যে একজন শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য এবং একাডেমিক কার্যক্রম এর ধারণা পাওয়া যায় ৷ তাই এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যাওয়ার সময় ছাড়পত্রের প্রয়োজন হয় ৷

চলুন স্কুলের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম এর একটি নমুনা দেখে আসি ৷ এই ছাড়পত্রের নমুনার মাধ্যমে আপনার৷ বুঝতে পারবেন স্কুলের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার সঠিক নিয়ম কি ৷

 

ছাড়পত্রের জন্য আবেদন

তারিখ,

বরাবর

প্রধান শিক্ষক

সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,

যথবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বিপ্র সরকার আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার রোল নং ১। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। সম্প্রতি আমার পিতা কুমিল্লায় বদলী হয়েছেন। আমাকেও তার সাথে কুমিল্লাতে যেতে হবে। সঙ্গত কারণে আমার পিতা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলে ভর্তি করবেন।

অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক।

 

বিনীত,

আপনার অনুগত ছাত্র

বিপ্র রায়

শ্রেণি: দশম, রোল নং ১, শাখা: ক।

 

কলেজের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

কলেজের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম স্কুলের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়মের মধ্যে কোন পার্থক্য নেই ৷ শুধুমাত্র স্কুল এর জায়গায় কলেজ সম্বোধন করতে হবে ৷

চলুন কলেজের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়মের একটি নমুনা দেখে আসি।

ছাড়পত্রের জন্য আবেদন

 

তারিখঃ

বরাবর

প্রধান শিক্ষক

বার্ডস ইন্টারন্যাশনাল কলেজ

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র। আমি আমার পরিবার সহ দিনাজপুর জেলার বসবার করি। আমার পিতা একজন সরকারি চাকুরীজীবি। সম্প্রতি তিনি রংপুর জেলার বদলি হন। ফলে আমাদেরকে পরিবারসহ সেখানে স্থানান্তরিত হতে হবে। দিনাজপুরে আমার কোন অভিভাবক না থাকায় আমার পক্ষে একাই দিনাজপুরে থেকে পড়াশুনা করা সম্ভব নয়।

অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা আমি যাতে ছাড়পত্র পেতে পারি তার বিহিত ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি হয়।


বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

বিপ্র রায়

শ্রেণিঃ দ্বাদশ

শাখাঃ বিজ্ঞান

রোলঃ ১২

                         আরোও পড়ুন : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম

চাকরির ছাড়পত্রের জন্য আবেদন 

একজন কর্মকর্তা এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর হতে হলে ছাড়পত্রের প্রয়োজন পড়ে। অথবা চাকরি ছেড়ে দিয়ে অন্য কোন চাকরিতে জয়েন করার ক্ষেত্রেও ছাড়পত্রের প্রয়োজন হয় ৷ চাকুরীর ক্ষেত্রে আপনি কত বছর চাকুরী করেছেন, আপনি চাকরিতে কোন পদে রয়েছেন, আপনার কেন ছাড়পত্রের প্রয়োজন এই সকল বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ৷ চলুন চাকরির ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়মের একটি নমুনা দেখে আসি ৷ যা দেখে আপনি স্পষ্ট হতে পারবেন চাকরির ক্ষেত্রে ছাড়পত্রের জন্য কিভাবে আবেদন করতে হয় ৷

 

 তারিখ:

বরাবর

এডমিনিষ্ট্রেশন বিভাগ

ইনসেপ্টা ব্র্যান্ড প্রাইভেট লিঃ

বনানী, ঢাকা।

বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতি পাওয়ার প্রসঙ্গে।

জনাব/জনাবা

বিনীত নিবেদন এই যে, আমি রাকিব মিয়া, আপনার প্রতিষ্ঠানে ওয়্যার হাউজ এর সিনিয়র এ্যাসিস্টেন্ট হিসেবে ০৪/০৪/২০১৪ ইং হতে কর্মরত আছি। কিন্তু আমার পারিবারিক সমস্যার কারনে আগামী ০৩/১০/২০২১ ইং হতে চাকুরী হতে অব্যাহতি চাচ্ছি।

এমতাবস্থায়, আপনার কাছে আকুল আবেদন আমাকে চাকুরী হতে অব্যাহতি দানে আপনার সুমর্জি হয়।

নিবেদক

বিপ্র রায়

সিনিয়র এ্যাসিস্টেন্ট

ওয়্যার হাউজ

ইনসেপ্টা ব্র্যান্ড প্রাইভেট লিঃ

 

আমরা আমাদের আজকের আর্টিকেলে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং সেই সাথে স্কুলের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা, কলেজের ক্ষেত্রে ছাড়পত্রের জন্য আবেদনের লেখার নিয়ম এবং নমুনা, এবং চাকরির ক্ষেত্রে ছাড়পাত্রের জন্য আবেদন লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি ৷ আমাদের আজকের আর্টিকেলটি প্রথম থেকে মনোযোগ সহকারে পড়লে আপনারা ছাড়পত্রের জন্য লেখার নিয়ম সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন ৷ এবং আমাদের নমুনা থেকে তথ্য সংগ্রহ করে আপনারা নিজেদের ব্যক্তিগত দরকারে ব্যবহার করতে পারবেন ৷ আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন ৷ এরকম আরো নতুন নতুন টপিক সম্পর্কে ধারণা পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ